Blog

সবার আগে বাড়ি ফেরা নিশ্চিত টাইগারদের

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে এদিন ৪৫.১ ওভারে মাত্র ২০৪ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস

একপেশে ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে বাবর আজমের দল। এই জয়ের পর বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে এখনও টিকে রইলো পাকিস্তান

বিশ্বকাপে সবার আগে বাড়ি ফেরা নিশ্চিত হলো টাইগারদের। ৭ ম্যাচ শেষে পয়েন্ট মাত্র ২। তাই কাগজ-কলমেও বিদায়ই বলতে হচ্ছে বিশ্বকাপকে। 

কলকাতার ইডেন গার্ডেন্সে ব্যাটে বলে আধিপত্য বিস্তার করতে পরেনি বাংলাদেশ দল। ব্যাট হাতে যেমন ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। তেমনি ছিল একেবারেই নিরীহদর্শন বোলিং। একপেশে ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে বাবর আজমের দল। এই জয়ের পর বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে এখনও টিকে রইলো পাকিস্তান। 

১০ দলের মধ্যে ৭ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৯-এ অবস্থান করছে বাংলাদেশ। ফলে পরের দুই ম্যাচ জিতলেও লাভ হবে না সাকিবদের। কারণ টেবিলের চতুর্থ স্থানে থাকা দলটার পয়েন্ট ৬ ম্যাচ শেষে ৮। সেখানে শেষ দুই ম্যাচ জিতলেও টাইগারদের পয়েন্ট হবে ৬। একপ্রকার বিদায় নিশ্চিত ইংল্যান্ডেরও। তবে কাগজে কলমে তারা এখনও টিকে আছে আসরে। ৬ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে তারা। 

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment