Blog

ক্যালিফোর্নিয়ায় বিশেষ অবদানের জন্য পুরস্কৃত বাংলাদেশী রুহুল আমিন ভূঁইয়া

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস অঞ্চলে নিবেদিত তার সার্ভিস এবং লিডারশীপ এর জন্য বিশেষ পুরস্কারে ভূষিত

এর আগে মিঃ ভূঁইয়া Professional Engineers California government ( PECG ) ২০২৩-২০২৪ লস এঞ্জেলেস বিভাগের নির্বাচনে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন

বাংলাদেশী বংশোদ্ভূত মোঃ রুহুল আমিন ভূঁইয়া (শিমুল) এবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস অঞ্চলে নিবেদিত তার সার্ভিস এবং লিডারশীপ এর জন্য বিশেষ পুরস্কারে ভূষিত | গত ১১ অক্টোবর, 2023 তারিখে ক্যালিফোর্নিয়ার ৬৭ অ্যাসেম্বলি ডিসট্রিক্ট এর পক্ষ থেকে শ্যারন কুইর্ক সিলভার কাছ থেকে তিনি এ পুরস্কার পান। 

মিঃ শ্যারন কুইর্ক সিলভা,  জনাব রুহুল আমিন ভূঁইয়াকে তার অক্লান্ত শ্রম ও মেধা তার কাজের মাধ্যমে কমুউনীটিতে নিবেদনের জন্য তার ভূয়সী প্রশংসা করেন | তিনি আরও বলেন, উন্নয়ন এবং অগ্রগতির জন্য জনাব ভূঁইয়া নিরলস ভাবে কাজ করেছে যা লস এঞ্জেলেস অঞ্চলকে বসবাসের জন্য একটি নিরাপদ, সুন্দর এবং আরও সমৃদ্ধ স্থান করে তুলেছে এবং ক্যালিফোর্নিয়ার ডিজাইন এবং পরিদর্শনে তার অদম্য কঠোর পরিশ্রম অতুলনীয়। অবকাঠামো, বায়ু এবং জলের গুণমান উন্নয়নে তার কাজ সত্যিই অসাধারণ।

এর আগে মোঃ রুহুল আমিন ভূঁইয়া (শিমুল) Professional Engineers California government ( PECG ) ২০২৩-২০২৪ লস এঞ্জেলেস বিভাগের নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন | তিনি বর্তমানে District Area Engineer হিসেবে Caltrans District 7, Division of Planning এ কর্মরত আছেন | মি. ভূঁইয়া এছাড়াও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সংগঠন এর নেতৃত্ব দিয়েছেন এবং দিচ্ছেন | 

ক্যালিফোর্নিয়াতে বসবাসরত সকল বাংলাদেশী তার এই সাফল্যে উচ্ছসিত এবং গর্বিত | আমেরিকান এসোসিয়েশান অব বাংলাদেশী ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেক্টস (AABEA) ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার এর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে |

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment