Blog

নিউইয়র্কে জমজমাট শারদীয় দুর্গাপুজা

নিউইয়র্কে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে ঘিরে চলছে জমজমাট আয়োজন

ঢোলের তালে তালে সরগরম হয়ে উঠছে পুজামণ্ডপগুলো

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমেরিকার নিউইয়র্কে বড় আয়োজনে পালিত হচ্ছে, শারদীয় দুর্গাপুজা। এবার ২৫টি পুজামন্ডপে ধর্মীয় নানান আচারের মধ্য দিয়ে পুজার আনুষ্ঠানিকতা চলছে।

অন্যান্য স্টেট থেকেও, এই পুজায় যোগ দিতে এসেছেন অসংখ্য মানুষ। অন্য ধর্মের মানুষের অংশগ্রহণে তৈরি হয়েছে অসাম্প্রদায়িকতার অনন্য এক পরিবেশ। যা ব্যাপক সাড়া ফেলেছে গোটা আমেরিকা জুড়ে।

ঢোলের তালে তালে সরগরম হয়ে উঠছে পুজামণ্ডপগুলো। উৎসব আর আনন্দে মেতে উঠেছেন, হাজারো মানুষ। বর্ণিল সাজে, নারী পুরুষ শিশুর অংশগ্রহণে, নিউইয়র্ক যেন পরিণত হয়েছে, রঙিন এক নগরে।

নিউইয়র্কে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে ঘিরে চলছে জমজমাট আয়োজন। এবার অন্তত ২৫টি মণ্ডপে চলছে, পুজা অর্চনা। ভক্তদের উপস্থিতিতে, আনন্দময় হয়ে উঠেছে, বিভিন্ন এলাকা।

অন্যান্য স্টেট থেকেও নিউইয়র্কে আসছেন অনেকে। এমনকি এসেছেন পাশের দেশ ক্যানাডা থেকে। ধর্মীয় নানা আচারের সঙ্গে চলছে, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক নানা আয়োজন।

কেবল হিন্দু সম্প্রদায় নয়, অন্যান্য ধর্মের মানুষের অংশগ্রহণে,একটি চমৎকার অসাম্প্রদিক পরিবেশ তৈরি হয়েছে এখানে। এতে বাহাবা দিচ্ছেন মূলধারার রাজনীতিক নেতারাও।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment