Blog

যুক্তরাজ্যে ফুল ফান্ডেড স্কলারশিপ

২০২৩–২৪ শিক্ষাবর্ষের এ বৃত্তির জন্য বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা ক্ল্যারেন্ডন ২০০ ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জনপ্রিয় একটি গন্তব্য স্থান হচ্ছে যুক্তরাজ্য। প্রায় ১৩০টির মতো নিবন্ধিত উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে দেশটিতে। আছে পৃথিবীর সবচেয়ে বহুল পঠিত লাইব্রেরি, ব্রিটিশ লাইব্রেরি। যুক্তরাজ্যে প্রতিবছর হাজারো শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে পড়তে যেতে চান। তেমনি একটি স্কলারশিপ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্ল্যারেন্ডন স্কলারশিপ। ২০২৩–২৪ শিক্ষাবর্ষের এ বৃত্তির জন্য বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

 

২০০১ সালে প্রথম আন্তর্জাতিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে ক্ল্যারেন্ডন ফান্ডের কাজ শুরু হয়। প্রতিভাবান শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য বৃত্তি দেওয়া হয়। এ বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডির বিভিন্ন বিষয়ে বিনা খরচে পড়াশোনার পাশাপাশি অনেক সুযোগ-সুবিধা পান। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা ক্ল্যারেন্ডন ২০০ ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 

 

যুক্তরাজ্যে প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েই যুগান্তকারী আবিষ্কারক রয়েছেন, যারা পেনিসিলিন, ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএর মতো অসাধারণ সব প্রযুক্তি আবিষ্কার করেছেন। যুক্তরাজ্যে ২০০টি দেশ থেকে প্রত্যেক বছর প্রায় লক্ষাধিক শিক্ষার্থী পড়তে আসেন

 

সুযোগ-সুবিধা

* পড়াশোনায় সম্পূর্ণ টিউশন ফি মিলবে এ বৃত্তিতে।

* আবাসন সুবিধা।

* খণ্ডকালীন শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের একাডেমিক কোর্স ফি প্রদান করা হবে।

* এসবের পাশাপাশি ১৭ হাজার ৬৬৮ পাউন্ড মিলবে এ বৃত্তি পেলে।

 

আবেদনের যোগ্যতা

* আবেদনকারীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

* একাডেমিক ফল ভালো হতে হবে।

* যেকোনো বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

* আবেদনকারীকে অবশ্যই ফুলটাইম অথবা পার্টটাইম পিএইচডি ও মাস্টার্সের যেকোনো কোর্সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে।

 

আবেদনের প্রক্রিয়া

ক্ল্যারেন্ডন স্কলারশিপের জন্য আবেদনকারীকে আলাদাভাবে কোনো আবেদনপত্র জমা দিতে হবে না। শিক্ষার্থীরা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ও মাস্টার্সের জন্য আবেদন করলেই এ স্কলারশিপের প্রার্থী হতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে। কোনো শিক্ষার্থী যদি স্কলারশিপ অফার গ্রহণ না করেন, ভবিষ্যতে অক্সফোর্ডে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

 

আরও পড়ুন: কানাডার স্টুডেন্ট ভিসা পেতে যা যা জানা দরকার, আবেদন যেভাবে

 

যেভাবে আবেদনপত্র যাছাই ও গুরুত্বপূর্ণ তারিখ

*এ বছরের ডিসেম্বর ও আগামী বছরের জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

*শিক্ষাবিদেরা আবেদনপত্র পর্যালোচনা করবে।

*এরপরই আবেদনকারীকে জানানো হবে বৃত্তির ব্যাপারে।

*আবেদনকারীকে বৃত্তির কথা জানানো হয় প্রতিবছরের এপ্রিলে। কোনো আবেদনকারীকে মাঝে মাঝে পরে জানানো হয় বৃত্তির ব্যাপারে।

*২০২৪ সালের অক্টোবরে অক্সফোর্ডে পড়াশোনা শুরু হবে। 

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment