Blog

নোবেল পুরস্কার ২০২৩

প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়

চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল বিজয়ী বা বিজয়ীদের নাম ঘোষণা করা হয় সুইডেনের দি রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস থেকে এবং শান্তিতে নোবেল বিজয়ী বা বিজয়ীদের নাম ঘোষণা করা হয় নরওয়ের দি নরওয়েজিয়ান নোবেল কমিটি থেকে

নোবেল পুরস্কার হল বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সাফল্যের জন্য প্রতি বছর উপস্থাপিত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার। এটি আলফ্রেড নোবেলের ইচ্ছায় চালু হয়েছিল, একজন সুইডিশ উদ্ভাবক, প্রকৌশলী, বিজ্ঞানী এবং সমাজসেবী যিনি ডিনামাইট আবিষ্কারের জন্য পরিচিত। 1896 সালে নোবেলের মৃত্যুর পর 1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। 

প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নোবেল পুরস্কারের ঐতিহ্য অনুসরণ করে এবছরও তাই হয়েছে। সুইডেন এবং নরওয়ে থেকে প্রতি বছর ধারাবাহিকভাবে চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি সহ সবশেষে অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এ বছর ২ অক্টোবর সোমবার চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে এই বহুল প্রতীক্ষিত ঘোষণার শুরু হয় এবং তা শেষ হবে ৯ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ী বা বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে। অর্থাৎ প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে শুরু করে দ্বিতীয় সোমবারের মধ্যে মোট ৬ দিনে ৬টি বিষয়ের ওপর নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল বিজয়ী বা বিজয়ীদের নাম ঘোষণা করা হয় সুইডেনের দি রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস থেকে এবং শান্তিতে নোবেল বিজয়ী বা বিজয়ীদের নাম ঘোষণা করা হয় নরওয়ের দি নরওয়েজিয়ান নোবেল কমিটি থেকে। অর্থনীতিতে নোবেল পুরস্কার বলতে বিশ্ববাসী যা জানে তা কিন্তু নোবেল পুরস্কার নয়, আলফ্রেড নোবেলের সম্মানার্থে ১৯৬৯ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এটি প্রবর্তন করে। সুইডিশ ভাষায় সুইডেনের উচ্চারণ হচ্ছে ‘এস্ভেরিয়ে’ (Sveriges), তাই এই পুরস্কারকে বলা হয় ‘এস্ভেরিয়ে রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সাইন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য নোবেল প্রাইজের অফিসিয়াল ওয়েবসাইট www.nobelprize.org  থেকে জেনে নেয়া যেতে পারে। তবে অর্থনীতিতে এই পুরস্কারের গুরুত্ব নোবেল পুরস্কারের চেয়ে কোন অংশেই কম নয়।

 

২০২৩ সালে চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম এবং নোবেল প্রাপ্তির মূল গবেষণার বিষয় সংক্ষেপে তুলে ধরা হল। উল্লেখ্য আগামী সোমবার ৯ অক্টোবর সুইডেনের দি রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস অর্থনীতিতে ‘এস্ভেরিয়ে রিক্সব্যাংক প্রাইজ’ বিজয়ী বা বিজয়ীদের নাম ঘোষণা করবে।

 

চিকিৎসাশাস্ত্রঃ ক্যাটালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান

 

দি রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ২ অক্টোবর সোমবার চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে। ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার হাঙ্গেরিয়ান-আমেরিকান জৈব রসায়নবিদ ক্যাটালিন ক্যারিকো এবং একই ইনিভার্সিটির রসায়নবিদ আমেরিকার ম্যাসাচুসেটস স্টেটের লেক্সিংটনে জন্মগ্রহকারী ড্রিউ ওয়েইসম্যান যৌথভাবে এ পুরস্কার লাভ করেন। নোবেল কমিটির ভাষ্য অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে কার্যকর এমআরএনএ (mRNA) ভ্যাকসিনের তৈরিতে নিউক্লিওসাইড বেস পরিবর্তন সম্পর্কিত তাদের আবিষ্কারে অবদানের জন্য তাদের এবছর নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।

 

পদার্থবিজ্ঞানঃ পিয়ের আগোস্তিনি, ফেরেন্স ক্রাউজ ও অ্যান লিয়ের

 

দি রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ২ অক্টোবর মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে। গত বছরের মতো এ বছরও তিনজন বিজ্ঞানী যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। তিউনিসিয়ায় জন্মগ্রহণকারী আমেরিকার ওহাইও স্টেট ইউনিভার্সিটির পিয়ের আগোস্তিনি, জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অব কোয়ান্টাম অপটিক্সের ফেরেন্স ক্রাউজ এবং সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অ্যান লিয়ের যৌথভাবে এই পুরস্কার লাভ করেন। নোবেল কমিটির ভাষ্য অনুযায়ী, পদার্থের ইলেক্ট্রন গতিবিদ্যা অধ্যয়নের জন্য আলোর অ্যাটোসেকেন্ড পালস্ তৈরি করার পরীক্ষামূলক পদ্ধতি উদ্ভাবনে অবদানের জন্য তারা এই পুরস্কারে ভূষিত হন।

 

রসায়নঃ মুঙ্গি বাওয়েন্ডি, লুই ব্রæস এবং আলেক্সি ইয়াকিমভ

 

গত বছরের মতো এ বছরও তিনজন বিজ্ঞানী যৌথভাবে কেমিস্ট্রি বা রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। বিজয়ী তিনজনই আমেরিকার বিজ্ঞানী। দি রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ৪ অক্টোবর বুধবার রসায়নশাস্ত্রে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে। যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির মুঙ্গি বাওয়েন্ডি, নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির লুই ব্রæস এবং নিউইয়র্কের ন্যানোক্রিস্টাল টেকনোলজির আলেক্সি ইয়াকিমভ। নোবেল কমিটির ভাষ্য অনুযায়ী তারা কোয়ান্টাম ডট আবিষ্কার এবং সংশ্লেষণের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন।

 

সাহিত্যঃ ইয়োন ওলাভ ফসে

 

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন নরওয়ের লেখক ও নাট্যকার ইয়োন ওলাভ ফসে। দি রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ৫ অক্টোবর বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে। নোবেল কমিটি ভাষ্য অনুযায়ী, ফসে ‘তাঁর উদ্ভাবনী নাটক এবং গদ্যে যা বলা যায়না সেগুলো বলেছেন’ ফলে তাঁকে এই পুরস্কার দেয়া হয়েছে। তিনি ১৯৫৯ সালের ২৯ সেপ্টেম্বর নরওয়ের হাউজসুন্ড সিটিতে জন্মগ্রহণ করেন।

 

শান্তিঃ নার্গিস মোহাম্মদি

 

দি নরওয়েজিয়ান নোবেল কমিটি ৬ অক্টোবর শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে। এ বছর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ইরানের কারাবন্দী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদি। তিনি ১৯৭২ সালের ২১ এপ্রিল ইরানের জাঞ্জান গ্রামে জন্মগ্রহণ করেন। ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে তার লড়াই এবং সকলের জন্য মানবাধিকার ও স্বাধীনতার প্রচারে তার লড়াইয়ের জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হলেন। উল্লেখ্য, নার্গিস মোহাম্মদি বর্তমানে ১০ বছর ৯ মাসের জেল খাটছেন। মোহাম্মদি গত দুই দশকের বেশির ভাগ সময় ধরেই জেলে বন্দী। মৃত্যুদন্ড এবং নির্জন কারাবাসের বিরুদ্ধে তার নিরলস প্রচারণার জন্য এবং কণ্ঠহীনের কণ্ঠস্বর হওয়ার জন্য ইরান তাকে বারবার সাজা দিয়েছে। ৫১ বছর বয়সী নার্গিস মোহাম্মদিকে ইরান সব মিলিয়ে প্রায় ৩১ বছরের কারাদন্ড দিয়েছে। তিনি সম্ভবত আরেকজন নেলসন ম্যান্ডেলা হতে চলেছেন। নার্গিস মোহাম্মদি হচ্ছেন ১৯তম নারী যিনি নোবেল পুরস্কার পেলেন। উল্লেখ্য, ২০০৩ সালে ইরানের শিরিন এবাদিও শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। এঁরা দুজনই শিরিন এবাদি প্রতিষ্ঠিত ইরানের হিউম্যান রাইটস সেন্টারের সংগে যুক্ত।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment