Blog

সাহিত্যে নোবেল পুরস্কার নরওয়ের ঘরে

সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক ইয়ন ফসে

৪০টির মতো নাটক লিখেছেন তিনি। নাটক ও উপন্যাস ছাড়াও প্রবন্ধ, কবিতা, শিশুতোষ বই রয়েছে ইয়োন ফসের। রয়েছে অনুবাদের বইও

যেসব কথা অনুচ্চারিত থেকে যায় সেগুলো নাটক ও গদ্যের মাধ্যমে তুলে ধরার জন্য চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক ইয়ন ফসে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে তার নাম ঘোষণা করেছে দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স। à¦–বর নিউইয়র্ক টাইমসের।

নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, যেসব ভাষা অনুচ্চারিত থেকে যায় সেগুলো ইয়ন ফসে তার নাটক ও গদ্য-সাহিত্যের লেখনিতে ফুটিয়ে তুলেছেন।

নোবেল কমিটির ওয়েবসাইটে তার সম্পর্কে বলা হয়েছে, নরওয়ের নাইনর্স্ক ভাষায় রচিত এবং বিভিন্ন ঘরানায় বিস্তৃত ইয়ন ফসের রচনাসমগ্র। এর মধ্যে রয়েছে প্রচুর নাটক, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, শিশুদের বই ও অনুবাদ। তিনি বিশ্বের সর্বাধিক জনপ্রিয় নাট্যকারদের একজন হলেও গদ্যের জন্যও স্বীকৃতি পাচ্ছেন প্রায়।

ইয়ন ফসের জন্ম ১৯৫৯ সালে। তার প্রথম উপন্যাস ‘রাউথ, স্বার্ত’ (লাল, কালো) প্রকাশিত  হয় ১৯৮৩ সালে। ইউরোপে তিনি নাট্যকার হিসেবে খ্যাতি পান ১৯৯৯ সালে। প্যারিসে তার নাটক ‘নকন জে তিল আ কোমে’ এর মঞ্চায়নের মাধ্যমে তিনি এই খ্যাতি লাভ করেন।

১৯৫৯ সালে জন্মগ্রহণকারী জন ফসে সমসাময়িক বিশ্বের সবচেয়ে মেধাবী (জিনিয়াস) ১০০ ব্যক্তির একজন বলে চিহ্নিত। নরওয়ের এই কথাসাহিত্যিক নাট্যকার হিসেবে সমধিক পরিচিত।

তাঁর ‘এ নিউ নেইম’ এবং ‘সেপ্টোলজি’ অবশ্য পাঠ্য।

 

নোবেলজয়ী এই বিজ্ঞানী পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা এক à¦•à§‹à¦Ÿà¦¿ ১০ লাখ সুইডিশ ক্রোনা। চলতি বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১০ মিলিয়ন ক্রোনা থেকে বাড়িয়ে ১১ মিলিয়ন করা হয়েছে। সে হিসাবে বর্তমান বাজারমূল্যে নোবেলজয়ীরা বাড়তি ৮৯ হাজার মার্কিন ডলার পাবেন।

 

যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাদের মধ্যে এই এক à¦•à§‹à¦Ÿà¦¿ ১০ লাখ সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে। বর্তমান বাজারে এর মান প্রায় ১০ লাখ সাত হাজার মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় হবে প্রায় ১১ কোটি ১৩ লাখ টাকার মতো (১ ডলার = ১১০.৭২ টাকা ধরে)। 

 

প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। সে হিসাবে এবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয় সোমবার থেকে।

 

 

 à¦•à¦°à§‹à¦¨à¦¾à¦­à¦¾à¦‡à¦°à¦¾à¦¸à§‡à¦° টিকার প্রযুক্তি আবিষ্কার করে এবার দুই বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল বিজয়ী দুই বিজ্ঞানীর নাম ক্যাটালিন ক্যারিকো ও ড্রু ওয়েইসম্যান। এ ছাড়া ইলেকট্রন গতিবিদ্যায় পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করে কিভাবে আলোর অ্যাটোসেকেন্ড পালস তৈরি হয় সেটি গবেষণার জন্য পদার্থে নোবেল পেয়েছেন মার্কিন বিজ্ঞানী পিয়ের আগোস্তিনি, হাঙ্গেরীয় বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ ও ফরাসি বিজ্ঞানী অ্যান লিয়ের। 

 

অন্যদিকে কোয়ান্টাম ডট সংশ্লেষণবিষয়ক গবেষণার জন্য রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন যুক্তরাষ্ট্রের মুঙ্গি বাওয়েন্ডি, লুইস ই ব্রুস এবং রাশিয়ার অ্যালেক্সি একিমোভ।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment