নিউইয়র্কের আলবেনীতে দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন ২৮ ও ২৯ জুন
যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন স্টেট থেকে প্রায় আড়াই হাজার মুসলমান এই কনভেনশনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্স’র এই উদ্যোগ শুধু ধর্মীয় আলোচনায় সীমাবদ্ধ নয়, বরং প্রবাস জীবনে ইসলামী মূল্যবোধ ধরে রাখার জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলছেন আয়োজকরা
নিউইয়র্কের আলবেনীতে দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন ২৮ ও ২৯ জুন
নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবেনীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ইসলামিক কনভেনশন। আগামী ২৮ ও ২৯ জুন প্রবাস প্রজন্মকে ইসলামী মূল্যবোধ ও বাঙালি সংস্কৃতির আলোকে এগিয়ে নিতে ‘নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্স’ এই কনভেনশনের আয়োজন করছে।
এ উপলক্ষে নিউইয়র্কে গত ২৬ এপ্রিল সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কনভেনশন সম্পর্কে বিস্তারিত জানান আয়োজকরা। এ সময় মূল বক্তব্য উপস্থাপন করেন ‘নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্স’র প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুল আজম আল-আজহারি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবগঠিত ‘নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স’ নামের নতুন এই সংগঠনের প্রথম ইসলামিক কনভেনশনের অন্যতম পৃষ্ঠপোষক এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপনকালে ‘নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স’র প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুল আজম আল-আজহারি বলেন, যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় সংস্কৃতির আবহে জড়িয়ে রাখার লক্ষ্যে সেমিনার-ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। প্রথম প্রজন্মের মুসলমানেরাও যাতে সন্তানের সাথে নিজেদের সম্পর্ক অটুট রাখেন এবং বৈরী পরিবেশ সত্বেও আচার-আচরণে সন্তানদের ধর্মীয় মূল্যবোধে জাগ্রত রাখতে সক্ষম হন, এমন কিছু আলোচনাও থাকবে এই কনভেনশনে।