Blog

জাপানে চান্দিনা কল্যাণ ফাউন্ডেশনের মিলনমেলা

২০২৩ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির এবারের আয়োজনটি দ্বিতীয়বারের মতো

জাপানে চান্দিনা কল্যাণ ফাউন্ডেশনের মিলনমেলা

ইংরেজি নতুন বছর উপলক্ষে ৫ জানুয়ারি রোববার টোকিওর কিতা সিটি 'ওজি হোকুতোপিআ' হলে আয়োজিত কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা নিবাসী প্রবাসীদের মিলনমেলায় প্রথমবারের মতো পরিচালনা পর্ষদ গঠিত হয়।

মিলনমেলায় মধ্যাহ্ন ভোজ পূর্ব আলোচনা সভায় বক্তারা সংগঠন পরিচালনায় একটি পরিচালনা পর্ষদ গঠনে গুরুত্বারোপ করে সংগঠনকে জাপান এবং বাংলাদেশে চান্দিনাবাসীর কল্যাণে বিভিন্ন কল্যাণমূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment