বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়া হবে
সরকারের তরফ থেকে আবারও স্পষ্ট করা হচ্ছে, আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম গাফিলতি বরদাশত করা হবে না
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়া হবে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে বাংলাদেশে গত জুলাই ও অগাস্টে যারা নিহত হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে ৩০ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
বৃহস্পতিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মি. আলম এই কথা জানান।
‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে এই অর্থ প্রদান করা হবে বলেও জানান তিনি।
এছাড়া আন্দোলনে অংশ নিয়ে যারা আহত হয়েছেন, তাদের পরিবারকেও আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।