মুখে লাল কাপড় বেঁধে রাজপথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন
মুখে লাল কাপড় বেঁধে রাজপথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যা, গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরাও এতে যোগ দেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি মৌন মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ঘুরে পুরাতন ফজিলাতুন্নেসা হলের কাছে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ছাত্র-জনতা শহীদ স্মৃতিস্তম্ভের সামনে যান।
সেখানে তারা কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে আবারও মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশ করেন।