কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারালেন যারা
কোটা সংস্কার আন্দোলন: ৮ দিনে নিহত অন্তত ১৫০, আহত কয়েক হাজার
কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারালেন যারা
কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারানো শহীদদের তালিকা দেখতে এবং ইনফরমেশন দিতে এই ওয়েবসাইট টিতে ভিজিট করুন : www.shohid.info
কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ এবং কারফিউ ভেঙে বিক্ষোভরতদের ওপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, বুলেট নিক্ষেপে গত ১৬ থেকে ২৩ জুলাই পর্যন্ত অন্তত ১৫০ জন নিহত হয়েছেন।
হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী এ নিহতের সংখ্যা গণনা করা হয়েছে। সবগুলো হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। ফলে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।
নিহতদের মধ্যে ১৬ জুলাই ছয়জন, ১৭ জুলাই একজন, ১৮ জুলাই ২৯ জন, ১৯ জুলাই ৬৬ জন, ২০ জুলাই ২৫ জন, ২১ জুলাই ১৪ জন, ২২ জুলাই ছয়জন এবং ২৩ জুলাই তিনজন মারা যান।