রেমিটেন্স শাটডাউন হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়া সয়লাব
কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপরে পুলিশ ও ছাত্রলীগের কর্মীদের হামলা, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ এবং বিরাজমান ইস্যুতে সরকারের অনমনীয় মনোভাবের কারণে গত কয়েক দিনে ১৯ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে
রেমিটেন্স শাটডাউন হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়া সয়লাব #remittanceshutdown
দেশের শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে কোটা সংস্কারের জন্য আন্দোলন করে আসছেন। তাঁরা কোটা বাতিল নয়, সংস্কারের কথা বলছেন। যাতে মেধার সঠিক প্রয়োগ তাঁরা করতে পারেন চাকরির ক্ষেত্রে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি চলছে। এ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ সারা দেশে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ ও র্যাবের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন।
এরই পরিপ্রেক্ষিতে সারা বিশ্বের সকল প্রবাসীদের মধ্যে রেমিটেন্স শাটডাউন হ্যাশট্যাগে সোশ্যাল মিডিয়া সয়লাব হয়েছে ।
প্রবাসীদের বিভিন্ন ফেইসবুক পেইজ থেকে নেওয়া কিছু পোস্ট তুলে ধরা হলো :
#shutdownremittance কোটা তথা দেশ সংস্কারে ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আগামীকাল থেকে রাষ্ট্র পরিপূর্ণ মেরামত না হওয়া পর্যন্ত রেমিট্যান্স শাটডাউন ঘোষণা করা হল।
প্রবাসীদের উচিত কমপ্লিট রেমিটেন্স শাটডাউন শুরু করা
আমাদের খেয়ে আমাদের টাকায় দেশ চলে ।
আবার আমাদের পরিবার ভাইবোনদের কষ্ট দিবি সেটা কোন প্রবাসী মেনে নিবে না ।
কেউ ব্যাংকে রেমিটেন্স পাঠাবেন না । #SaveBangladeshiStudents
রেমিটেন্স শাটডাউন সফল করুন,দেশ হেসে উঠলে আমরাই এই দেশকে আবার টেকব্যাক করবো ইনশাআল্লাহ। তবুও নতুন বসন্ত আসতে দিন। #remittanceshutdown
আমার আপনার সোনার বাংলাদেশ এখন রক্তের বন্যা বইতেছে,হোক প্রতিবাদ প্রবাস থেকে প্রবাসী ভাইদের কাছে একটাই অনুরোধ আপনারা রেমিটেন্স শাটডাউন করুন,দয়া করে কেউ আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন না আপনারা টাকা পাঠান হুন্ডির মাধ্যমে। #ShutdownRemittance
সারা বিশ্বের রেমিটেন্স যোদ্ধারা সবায় আগামীকাল থেকে প্রবাসীদের কর্মসূচিতে রেমিট্যান্স শাটডাউন অংশগ্রহণ করুন! ছাত্র আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ব্যাংকে কোন রেমিট্যান্স দিবো না।
নেটওয়ার্ক ডাউন করে সকল প্রবাসীদেরকে যেমন পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে ঠিক একই ভাবে সকল প্রবাসী রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেশের অর্থনীতিকে ডাউন করবো #ShutdownRemittance
রেমিটেন্স শাটডাউন #shutdownremittance
হে ভাই ও বোনেরা। পিছনে তাকিও না। পিছনে ফেরার সব পথ বন্ধ হয়ে গেছে। আমাদের লড়তে হবে। আমাদের অধিকার আদায় করতেই হবে।
আমরা প্রবাসীরা সব সময় তোমাদের পাশে আছি।
৪৯ ডিগ্রি তাপ মাত্রায় ১২/১৪ ঘন্টা ডিউটি করে!
তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে মুখরিত । সৌদি আরব।।
হে ছাত্র সমাজ তোমরা পেছনে তাকিও না। আমরা প্রবাসীরাও তোমার সাথে আছি। #ShutdownRemittance