Blog

নিউইয়র্ক ঈদগাহর ৫টি জামাত

প্রথম জামাতটি অনুষ্ঠিত হয় সকাল ৬ঃ০০ টায়। তারপর ৭, ৮, ৯ ও ১০ টায় নিউইয়র্ক ঈদগাহর আরোও ৪ টি জামাত সহ মোট ৫ টি জামাত অনুষ্ঠিত হয়। এমনকি মুসল্লিদের অনবরত আগমন ঠেকাতে ৫টি জামাতের পরও আরেকটি অতিরিক্ত জামাতের ব্যবস্থা করা হয় সকাল ১০ঃ৩০ টায়

সম্প্রীতির বার্তা দিয়ে শেষ হলো নিউইয়র্ক ঈদগাহর ৫টি জামাত

নিউইয়র্কের মিনি বাংলাদেশ জ্যাকসনহাইটসের ডাইভার্সিটি প্লাজায় এবারের ঈদ আল আদহা ২০২৪ তে আবারও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এবং ঈদের নানাজ দিয়ে অমুসলিম প্রতিবেশীর রাস্তাঘাট, যানবাহন পার্কিং ও শপিং এ বিঘ্ন না ঘটিয়ে ঈদগাহর উপযুক্ত স্থান ডাইভার্সিটি প্লাজায় এসে ঈদের নামাজ আদায় করার জন্য এলাকার মুল্লিদের প্রতি আহ্বান জানান নিউইয়র্ক ঈদগাহর পরিচালক ইমাম কাজী কায়্যূম।  

এলাকার মুসলিম কম্যিউনিটির প্রয়োজনে এবং মার্কিন প্রবাসে মুসলমানদের তাহজীব ও তামাদ্দুনকে লালন ও স্থাপন করার প্রয়াসেই নিউইয়র্ক ঈদগাহর কার্যক্রম শুরু হয় ২০১১ সনে।

সংখ্যাধ্যিকের কথা না বলে যদি মান সম্পন্ন আয়েজন ও উত্তম ব্যবস্থাপনার কথা বলা হয়, তাহলে সে বিবেচনায় নিউইয়র্ক ঈদগাহই এর প্রতিষ্ঠা সগ্ন থেকেই রয়েছে শীর্ষে।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment