Blog

মিশিগানে ৮ ও ৯ জুন ভ্রাম্যমাণ কনসুলার সার্ভিস

যেসব বিষয়ে সেবা প্রদান করা হবে, ১. নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) সীল, ২. মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পুনঃইস্যুর জন্য আবেদন গ্রহণ, ও ৩. দ্বৈত জাতীয়তা প্রশংসাপত্র (ডিএনসি) আবেদন পত্র গ্রহণ

মিশিগানে ৮ ও ৯ জুন ভ্রাম্যমাণ কনসুলার সার্ভিস

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে আগামী ৮ ও ৯ জুন শনি ও রোববার ভ্রাম্যমাণ কনসুলার সার্ভিস প্রদান করা হবে।

ওয়াশিংটনস্থ বাংলাদেশ এম্বেসীর ফার্স্ট সেক্রেটারী, পাসপোর্ট ও ভিসা উইং, মোহাম্মদ আব্দুল হাই মিলটন স্বাক্ষরিত  এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, আগামী ৮ ও ৯ জুন শনি ও রোববার তাদের একটি প্রতিনিধি দল মিশিগানের ওয়ারেন সিটিতে বাংলাদেশি অভিবাসীদেরে কনসুলার সেবা প্রদান করবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওয়ারেন সিটির ২৩২১১, রায়ান রোডে এ সেবা প্রদান করা হবে।

যেসব বিষয়ে সেবা প্রদান করা হবে সেগুলো হচ্ছে, ১. নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) সীল, ২. মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পুনঃইস্যুর জন্য আবেদন গ্রহণ, ও ৩. দ্বৈত জাতীয়তা প্রশংসাপত্র (ডিএনসি) আবেদন পত্র গ্রহণ।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment