Blog

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির পথমেলা ৯ জুন

জেবিএফএস’র কর্মকর্তারা জানান, নিউইয়র্ক সিটির জ্যামাইকা ছাড়াও সিটির অন্যান্য এলাকায় বসবাসকারী বাংলাদেশীদের নিযে ফ্রেন্ডস সোসাইটি একটি পরিবার।

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি (জেবিএফএস) আয়োজিত পথমেলা আগামী ৯ জুন

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি (জেবিএফএস) আয়োজিত পথমেলা আগামী ৯ জুন রোববার নিউইয়র্ক সিটির কুইন্সের জ্যামাইকায় অনুষ্ঠিত হবে।

বাঙালীয়ানায় বাংলা উৎসব শীর্ষক এবারের মেলা অনুষ্ঠিত হবে ১৬৫-৬৫ ৮৪ এভিনিউ, জ্যামাইকা ঠিকায় অর্থাৎ টমাস এডিসন হাই স্কুলের সামনের খোলা রাস্তায় দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে।

মেলার বিশেষ আকর্ষণ থাকবে স্থানীয় ক্যাপ্টেন টিলি পার্কে বেলা ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত পান্তা-ইলিশ আপ্যায়ন। এছাড়াও অন্যান্য আয়োজনে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আর হরেক রকমের স্টল।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment