ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মিল
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে অনুমোদনের জন্য মিলের নাম মার্কিন সিনেটে পাঠানো হয়েছে। সিনেটে শুনানির পর মনোনয়ন চূড়ান্ত হলে মিলকে রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় পাঠানো হবে
ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মিল
বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন দূতাবাসের শীর্ষ পদটিতে এবার আসছেন চীনে নিযুক্ত দেশটির উপরাষ্ট্রদূত ডেভিড মিলি।
৯ মে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছয়টি দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেন। ডেভিড মিলি তাঁদের একজন।
হোয়াইট হাউসের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে অনুমোদনের জন্য মিলের নাম মার্কিন সিনেটে পাঠানো হয়েছে।
সিনেটে শুনানির পর মনোনয়ন চূড়ান্ত হলে মিলকে রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় পাঠানো হবে।