মিশিগানে প্রবাসী বাংলাদেশীদের ঈদুল ফিতর উদযাপিত
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় এক মাস সিয়াম সাধনার পর মিশিগান সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে গতকাল পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে
মিশিগানে ঈদুল ফিতর উদযাপিত
মিশিগান সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে গতকাল পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে।
ইপসিলান্টি সিটির ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটির জর্জ গারভেন সেন্টারে সকাল ৭ :৩০ মিনিটে এবং সকাল ৯:৩০ মিনিটে ঈদের ২ টি জামাত অনুষ্ঠিত হয়।
এই সিটিতে বসবাসরত বাংলাদেশি এবং বিশ্বের বিভিন্ন দেশের পুরুষ এবং নারীরা ঈদ নামাজে শরীক হন।
ঈদের নামাজে প্রবাসী বাংলাদেশীরা ছাড়াও পাকিস্তানি, ভারতীয়, ইরানি, ইরাকি, নাইজেরিয়ান, ফিলিস্তিনি, আলেজেরিয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লি ঈদের নামাজে শরিক হোন।