নিউইয়র্কে পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের
নিউইয়র্ক পুলিশ দাবি করেছে, নিহত তরুণ মানসিক সমস্যায় ছিলেন। নিজ ঘরে মানসিক অসুস্থ তরুণের এমন মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে
নিউইয়র্কে পুলিশের গুলিতে প্রাণ গেল উইন রোজারিও নামে বাংলাদেশি তরুণের
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এবার পুলিশের গুলিতে প্রাণ গেল এক বাংলাদেশি তরুণের। উইন রোজারিও নামে ১৯ বছর বয়সী যুবককে ওজন পার্কের নিজ বাসায় ঢুকে গুলি করে পুলিশ।
এরপর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মা বাবার অভিযোগ, তার নিরপরাধ ছেলেকে হত্যা করেছে পুলিশ। ঘটনাস্থল নিউইয়র্কের বাংলাদেশিবহুল ওজন পার্ক এলাকার ১০৩ স্ট্রিট ও ১০১ এভিনিউ। বাসা থেকে নিজেই ৯১১ নম্বরে কল করেন বাংলাদেশি তরুণ উইন রোজারিও। পুলিশকে জানান, তিনি মানসিক ভারসাম্যহীন। নিজের মৃত্যুর মাধ্যমে মানসিক রোগের ইতি টানতে চান।
২৭ মার্চ বুধবার দুপুর দেড়টার দিকে ফোন কল পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানায়, বাড়িতে পৌঁছে উইন রোজারিওকে কাঁচি হাতে দেখতে পান তারা। এসময় কাঁচি নিয়ে তেড়ে আসলে পুলিশ প্রথমে টেজার দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে। এ সময় উইন রোজারিওর মা চলে আসেন এবং উইন আক্রামণাত্মক হয়ে উঠলে পুলিশ গুলি ছুড়ে। মায়ের সামনে লুটিয়ে পড়েন উইন রোজারিও।