AABEA উদ্যোগে টেকনিক্যাল সেমিনার এন্ড নেটওয়ার্কিং অনুষ্ঠিত
আমেরিকান এসোসিয়েশান অব বাংলাদেশী ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেক্টস (AABEA) এর উদ্যোগে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, রিভারসাইড (UCR) এ টেকনিক্যাল সেমিনার এন্ড নেটওয়ার্কিং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে
আমেরিকান এসোসিয়েশান অব বাংলাদেশী ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেক্টস (AABEA) সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের উদ্যোগে টেকনিক্যাল সেমিনার এন্ড নেটওয়ার্কিং অনুষ্ঠিত
বাংলাদেশী আমেরিকান ইঞ্জিনিয়ারদের সংগঠন, আমেরিকান এসোসিয়েশান অব বাংলাদেশী ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেক্টস (AABEA) সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের উদ্যোগে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, রিভারসাইড (UCR) এ টেকনিক্যাল সেমিনার এন্ড নেটওয়ার্কিং অনুষ্ঠিত হয়েছে ৯ই মার্চ ২০২৪।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, রিভারসাইড (UCR) এর Bourns Hall এ সেমিনার দুপুর ১২টা হতে ৪ টা পর্যন্ত চলে।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির বর্তমান প্রেসিডেন্ট মহিবুর রইস এবং উপস্থাপনা করেন জেনারেল সেক্রেটারি কামরুল ইসলাম।
সেমিনারে ইলেকট্রনিক ডিভাইস সিমুলেশন এবং সমসাময়িক বিষয় এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন প্রফেসর ড. নাজমুল উলা এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, রিভারসাইড (UCR)এর শিক্ষার্থী নাসান আলী খান ।
এছাড়াও উক্ত সেমিনারে, বর্তমানে ক্যালিফোর্নিয়ায় স্টেট জবের সুযোগ এবং সম্ভাবনা, অনলাইনে আবেদন পদ্ধতি এবং ইন্টারভিউয়ের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সংগঠনটির প্রেসিডেন্ট ইলেক্ট. এবং সিনিয়র ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার সাদিক হোসাইন। এ বিষয়ে আরও আলোচনা করেন সংগঠনটির এক্সিকিউটিভ মেম্বার রহুল আমিন ভূঁইয়া ।
উক্ত সেমিনারে AABEA এর বর্তমান কমিটির প্রেসিডেন্ট মহিবুর রইস, জেনারেল সেক্রেটারি কামরুল ইসলাম, প্রেসিডেন্ট ইলেক্ট. সাদিক হোসাইন, সেন্ট্রাল কমিটির সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার রিপ্রেজেন্টটেটিভ, এক্সিকিউটিভ মেম্বার রহুল আমিন ভূঁইয়া এবং এক্সিকিউটিভ মেম্বার মোঃ আব্দুল গাফফার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রেসিডেন্ট মহিবুর রইস, বাংলাদেশী আমেরিকান ইঞ্জিনিয়ারদের সংগঠন, আমেরিকান এসোসিয়েশান অব বাংলাদেশী ইঞ্জিনিয়ারস এন্ড আর্কিটেক্টস (AABEA) ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের সকল সদস্যদেরকে এবং বাঙালি কমিউনিটির বিপুল সংখ্যক ইয়ং জেনারেশনদের কে উক্ত সেমিনারে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং উপস্থিত সকলকে আসছে ফ্যামিলি নাইট প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।