কুয়েতে গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির অভিষেক অনুষ্ঠিত
অভিষেক অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য আগত সকল অতিথি ও বাংলাদেশ কমিউনিটি কুয়েতের নেতৃবৃন্দ কে সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত সভাপতি মোঃ বেলাল উদ্দিন। বাংলাদেশ কমিউনিটি পক্ষ থেকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন
কুয়েতে নানা আয়োজনে গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির অভিষেক অনুষ্ঠিত
বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটি কুয়েত শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান গতকাল ১ মার্চ শুক্রবার রাতে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে।মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
গ্রীন ক্রিসেন্ট সোসাইটি কুয়েত শাখার দ্বিতীয়বার নির্বাচিত সভাপতি মোঃ বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সোসাইটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন ও সাজ্জাদ হোসেন মিয়াজী'র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের আহ্বায়ক ও জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মোঃ মুরাদুল হক চৌধুরী।