জর্জিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি
চূড়ান্ত অনুমোদনের জন্য গত ২১ ফেব্রুয়ারি বুধবার ২০২৪ জর্জিয়া স্টেটের লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোনস বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া এবং জর্জিয়ায় বসবাসরত বাংলাদেশি আমেরিকানরা যারা এই মহৎ উদ্দেশ্যে আত্মত্যাগকারীদের সম্মানে একাধিক কর্মসূচির মাধ্যমে একুশে ফেব্রুয়ারি বিশেষ দিনটি উদযাপন করে তাদের স্টেট ক্যাপিটল ভবনে আহবান করেন
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ করেছে
২১ ফেব্রুয়ারি, ২০২৪ যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ করেছে।
গত ১৬ ফেব্রুয়ারি সিনেটর শেখ রহমান স্টেট রেজুলেশন ৬২২ অধিবেশনে জর্জিয়া স্টেট লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোনসের সম্মুখে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি লাভের প্রস্তাবটি উপস্থাপন করেন এবং তিনি ১৯৪৭ থেকে বায়ান্নের বাংলা ভাষার আন্দোলনসহ ইউনেস্কোর কতৃর্ক একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আদ্যপ্রান্ত ইতিহাস তুলে ধরেন।
উক্ত অধিবেশনে জর্জিয়া স্টেট সিনেট ডিসট্রিক্ট ৫৫ এর সিনেটর গ্লোরিয়া বুটলার, ডিস্ট্রিক্ট-২২ এর হারলোড জন্স, ডিস্ট্রিক্ট-১৫ এর ইডি হারবিশন এবং ডিস্ট্রিক্ট-৭ এর আরো এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নাবিলা পার্কসসহ আরো অনেক সিনেটর মহোদয় উপস্থিত ছিলেন। সবার সম্মতিতে প্রস্তাবটি প্রাথমিক ভাবে অনুমোদিত হয়।