Blog

লস এঞ্জেলেসে এম এ জি ওসমানীর ১০৫তম জন্মবার্ষিকী পালন

এম এ জি ওসমানীর ১০৫তম জন্মবার্ষিকী পালন

লস এঞ্জেলেসে এম এ জি ওসমানীর ১০৫তম জন্মবার্ষিকী পালন
মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএ জি ওসমানী’র ১০৫তম জন্মদিন এক উৎসবমূখর পরিবেশে গত ১৭ই সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় লস এঞ্জেলেসে চার্চ অফ সায়েন্টোলজি অডিটরিয়ামে পালিত হয়। ‘হৃদয়ে ওসমানী পরিষদ’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা সকল রাজনৈতিক মতাদর্শের উর্ধে উঠে, কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিকসহ সকলেই অংশ নেন। সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ও কমিনিটি এক্টিভিস্ট জনাব গোলাম কিবরিয়া’র সার্বিক ব্যবস্থাপনা ও দিকনির্দেশনায় লস এঞ্জেলেসের যেকোনো অনুষ্ঠানের আনন্দ তৈরীর কারখানা হিসাবে পরিচিত দুই গুনীজনমিঠুন চৌধুরী ও সাজিয়া হকের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইয়ামিন চৌধুরী। এর পাশাপাশি মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে জাহিদুল মাহমুদ জামি, আব্দুল হান্নান, ডক্টর জয়নুল আবেদিন এবং ডক্টর ইউনুস রাহী। ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্য থেকে বক্তব্য রাখেন নাজমুল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক, বীর মুক্তিযোদ্ধা আমানুর রহমান আমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রব মিয়া, লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি জনাব কাজী মশহুরুল হুদা, ইসমাইল হোসেন, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির সৈয়দ জেবুল, ইউএস-বাংলা ইনভেস্টমেন্ট গ্রুপের সিইও মোহাম্মদ মুনিম চৌধুরী প্রমুখ। বক্তারা জেনারেল ওসমানী’র মুক্তিযুদ্ধে তাঁর উপর অর্পিত কঠিন দায়িত্ব সঠিকভাবে পালন ও তাঁর দীর্ঘ সাহসী জীবনের উপর স্মৃতিচারণ করে আলোকপাত করেন। বক্তব্য পর্ব শেষে জেনারেল এম এ জি ওসমানী’র বৃটিশ সময়ে তাঁর চাকুরী জীবন থেক শুরু করে মহান মুক্তিযুদ্ধে অসমান্য ভূমিকার উপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এরপরে তাঁর জন্মদিন স্মরণে বিশাল একটি কেক কেটে উল্লাস করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সুরের মুর্চনায় ভাসিয়ে দেন লসএঞ্জেলেসের অতি স্বনামধন্য শিল্পী মেলোডি কুইন মিতালী কাজল ও সাদ চৌধুরী। তবে এ অনুষ্ঠানের একটি ভিন্নতা ছিল সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক সম্মানীত অতিথি বৃন্দের প্রত্যেকের হাতে একটি করে ভালোবাসার গোলাপ তুলে দেন। তাঁদের ভাষায় এতে প্রত্যেকের মাঝে বন্ধুত্বের সম্পর্ক আরো নিবিড় হলো।
Blog Author

Written by

RECIPE REVIEWS

Login to comment