Blog

কবি গোলাম মোস্তফা, গভীর শ্রদ্ধা তাঁর প্রতি

প্রথম কাব্য গ্রন্থ ‘রক্ত রাগ’ প্রকাশিত হলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে অভিনন্দন জানিয়ে লেখেন, তব নব প্রভাতের রক্তরাগখানি মধ্যাহ্নে জাগায় যেন জ্যোতির্ময়ী বাণী

কবি গোলাম মোস্তফা ১৩০২ বঙ্গাব্দের ৭ পৌষ ( সে বছর ১৮৯৭ খৃস্টাব্দের ১৮ ডিসেম্বর) ঝিনাইদহ জেলার শৈলকূপায় জন্মগ্রহণ করেন
 
‘এই করিনু পণ
মোরা এই করিনু পণ
ফুলের মতো গড়ব মোরা
মোদের এই জীবন।"
 
এই কবিতাটি পড়েননি এমন বন্ধু পাওয়া যাবে বলে মনে হয়না। এটি কবি গোলাম মোস্তফা'র লেখা। এটি ছাড়াও তাঁর অনেক ছড়া, কবিতা, প্রবন্ধ আমরা পড়েছি। তাঁর লেখা ‘বিশ্বনবী’ বহুল পঠিত এক অনবদ্য সৃষ্টি। এটি গদ্যে রচিত হলেও তা যেন কবিতার মত ছন্দময়। এটি বিশ্বনবী হয়রত মুহম্মদ (সাঃ) এর একটি সার্থক জীবন চরিত। এতে হৃদয়ের আবেগ, আন্তরিক অনুভূতি যে ভাবে বর্ণিত হয়েছে, তার তুলনা বাংলা সাহিত্যে বিরল।
 
তিনি অমিত্রাক্ষর ছন্দে ‘বনি আদম’ নামে একটি মহাকাব্য লিখেছিলেন। যা বাংলা সাহিত্যে এক অমর ও অক্ষয় কীর্তি। স্কুল জীবনেই মাসিক মোহাম্মদী পত্রিকায় ‘আর্দ্রিয়ানোপল উদ্ধার’ কবিতাটি প্রকাশিত হয়।
 
তার প্রথম কাব্য গ্রন্থ ‘রক্ত রাগ’ প্রকাশিত হলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে অভিনন্দন জানিয়ে লেখেন, “তব নব প্রভাতের রক্তরাগখানি মধ্যাহ্নে জাগায় যেন জ্যোতির্ময়ী বাণী।” কবি গোলাম মোস্তফার মেজ ছেলে মুস্তফা মনোয়ার বাংলাদেশের সংস্কৃতি অংগনে এক মহিরুহ ব্যক্তিত্ব। কয়েকবছর আগে অস্কারজয়ী বাংলাদেশী নাফিস বিন জাফর তার নাতি।
 
কবি গোলাম মোস্তফা ১৩০২ বঙ্গাব্দের ৭ পৌষ ( সে বছর ১৮৯৭ খৃস্টাব্দের ১৮ ডিসেম্বর) ঝিনাইদহ জেলার শৈলকূপায় জন্মগ্রহণ করেন। গভীর শ্রদ্ধা তাঁর প্রতি।
Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment