Blog

আবুধাবি দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

দিবসটি উপলক্ষ্যে উপস্থিত প্রবাসীদের সঙ্গে মতবিনিময়সহ তাদের ব্যক্তিগত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়

প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখব তাদের অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়

প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখব তাদের অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আবুধাবি দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন à¦•à¦°à¦¾ হয়।

আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীসহ বিমান বাংলাদেশ লিমিটেড ও জনতা ব্যাংকের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। 

দিবসটি উপলক্ষ্যে উপস্থিত প্রবাসীদের সঙ্গে মতবিনিময়সহ তাদের ব্যক্তিগত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তারা তাৎক্ষণিক অনেক সমস্যার সমাধান সম্পর্কে আলোকপাত করেন। একইসঙ্গে সমস্যার সমাধানে করণীয় বিষয়ে উপদেশ দেন।

রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রভূত ভূমিকা রেখে চলেছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অন্যতম প্রধান স্তম্ভ।

রাষ্ট্রদূত বলেন, আজকের এই দিবসের যে প্রতিপাদ্য এটি শুধু বাংলাদেশ নয়, আইওএমের সদস্যভুক্ত ১৯৩টি দেশের অঙ্গীকার এটি। সংযুক্ত আরব আমিরাতে যারা বসবাস করেন তারা এদেশের শ্রম আইন অনুযায়ী পরিচালিত হন। আমাদের পরবর্তী জেনারেশনকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে হবে।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment