Blog

অস্ট্রেলিয়ার ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে বিজয় দিবস উদ্‌যাপন

ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ধর্ম–বর্ণনির্বিশেষে বাংলাভাষীদের জন্য উন্মুক্ত থাকে

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত গেয়ে বিজয়ের ৫৩তম বর্ষ উদ্‌যাপন করা হয়

একাত্তরের মহাকাব্যিক মুক্তিযুদ্ধ আমাদের সহস্র বছরের শ্রেষ্ঠ অর্জন। মুক্তিসংগ্রামের বিশ্বাস ও ভাবনাকে হৃদয়ের গভীরে লালন করে ক্যাম্বেলটাউন বাংলা স্কুল তা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ভাবনায়ও অনুরণন ঘটাতে চায়। তাই প্রতিবছরের মতো এবারও ক্যাম্বেলটাউন বাংলা স্কুল গভীর ভালোবাসা আর কৃতজ্ঞতায় বিজয়ের ৫৩তম বর্ষ উদ্‌যাপন করে।

মিন্টোর দ্য গ্রাঞ্জ পাবলিক স্কুল প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৩ শিক্ষাবর্ষের শেষ এই দিনে ছাত্রছাত্রীদের মধ্যে বর্ষ সমাপনী সনদ বিতরণ করা হয়।

 

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের শুরুতেই বাংলা স্কুলের সহসভাপতি ফায়সাল খালিদ শুভ সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। দুই পর্বে আয়োজিত এ অনুষ্ঠানের প্রথম পর্বে স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ পর্বে অংশগ্রহণ করে স্বপ্নীল, মারজান, অলিভিয়া, অর্ণিলা, অস্কার, মাহরুস, জারিফ, রাইনা, সোহারদিতি, ইয়ারা, ইমরান, নুসাইবা হক, ইশাম, রায়ান রাইয়ান, মুহাইমীন, মুনাজ্জাহ, নাজিফা, নুসাইবা আল ইনশিরা, শ্যাম, সুহানা, নাশভা, নাশিয়া, আমিনা ও আদিয়ান।

বাংলা স্কুলের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য নাজমুল আহসান খানের সার্বিক তত্ত্বাবধানে, সমন্বয়কারী অধ্যক্ষ রুমানা খান মোনার ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক অনিতা মণ্ডল ও হারমোনিয়ামে সাহায্য করেন নাজমুল আহসান খান। সনদ বিতরণ পর্বটি সঞ্চালনা করেন শ্রেণিশিক্ষক শায়লা ইয়াসমিন নুসরাত, অনিতা মণ্ডল, আনজুমান আরা আইরিন, সায়মা হক, নুসরাত মৌরি ও নুসরাত লিন্ডা।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment