Blog

৩৮ তম ফোবানার আসর ভার্জিনিয়ার আর্লিংটনে

ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ( ফোবানা) এর ৩৮ তম আসর ভার্জিনিয়ার আর্লিংটনে  অনুস্টিত হতে যাচ্ছে ৩০  আগস্ট থেকে ১ লা সেপ্টেম্বর  ২০২৪ । 

‍“ বাংলার চেতনায় বাঙালীর মুখ “ এই মটো কে সামনে রেখে ৩৮ তম ফোবানা হতে যাচ্ছে ভার্জিনিয়ার আর্লিংটনে

আগামী ২০২৪ সালের আগষ্ট এর ৩০ ও ৩১ এবং সেপ্টেম্বর এর ১ তারিখ, তিন দিনের ফোবানার হোস্টিং করছে  বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন 

( বাগডিসি) ।ওয়াশিংটনে  ফোবানার রয়েছে ঐতিহ্য। অনেকগুলো স্টেট এর সম্মিলন গ্রেটার ওয়াশিংটন। ৩৮ তম ফোবানাকে সফল করতে চম্যকার ভেন্যু নির্বাচন করেছেন হোস্ট কমিটি। ভার্জিনিয়ার আর্লিংটনের ক্রিস্টাল গেইটওয়ে ম্যারিয়েটই  হচ্ছে  ৩৮ তম ফোবানার ভেন্যু বলে জানিয়েছেন হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারী  মোহাম্মদ কাজল। মোহাম্মদ কাজল আরো জানান,  ক্রিস্টাল গেইটওয়েক ম্যারিয়েট এ সকলের থাকার ব্যবস্থা হবে। এই হোটেলেই ফোবানার তিন দিনের সব অনুস্টান সফল ভাবে সম্পন্ম সম্ভব। আমরা ভেন্যু চেঞ্জ করেছি অনেক চিন্তা ভাবনা করে। আশা করছি ফোবানায় আগত সকলের ভাল লাগবে।

২০২৪ সালের ফোবানার এক্জিকিউটিভ  চেয়ারপার্সন এটর্নি  মোহাম্মদ আলমগীর ও ২০২৪ ফোবানার এক্জিকিউটিভ সেক্রেটারী সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আবীর  আলমগীর,  ৩৮ তম ফোবানায় সকলকে আমন্ত্রণ জানিয়েছেন ভার্জিনিয়ায়। 

 

আগামী বছরের প্রথম দিকে  কীক অব পার্টি আয়োজনের মাধ্যমে ৩৮ তম ফোবানার বিস্তারিত জানানো হবে। হোস্ট বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন বাগডিসি একটি শক্তিশালী হোস্ট কমিটি গঠনের মাধ্যমে ৩৮ তম ফোবানা সফল করে তুলবে। বাগডিসি ওয়াশিংটনের একটি অত্যন্ত পরীক্ষিত সংগঠন । বাগডিসি অনেক সফল অনুস্টানের আয়োজন করেছিল অতীতে, ফোবাবায় ও বাগডিসি সব সময় ভাল পারফর্ম করে।। এবার বাগডিসি হোস্ট হিসাবে একটি মানসম্মত ফোবানা উপহার দেবার প্রত্যয় ঘোষনা করেছে। 

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment