Blog

লুইজিয়ানায় চারজন বাংলাদেশি ক্রু ‘নিখোঁজ’

বাংলাদেশের ওই জাহাজে ১৫ জন à¦•à§à¦°à§ ছিলেন। তাদের মধ্যে থেকে চারজন ‘হারিয়ে গেছেন’

নিখোঁজ ক্রুদের বয়স যথাক্রমে ২৫, ২৯, ৩০ এবং ৪৭ বছর। নিরাপত্তা ও তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করেনি ইউএসজিসি

লুইজিয়ানার বেলে চেস এলাকার মিসিসিপি অংশের একটি নদী থেকে চারজন বাংলাদেশি à¦•à§à¦°à§ ‘নিখোঁজ’ হয়ে গেছেন। তারা সবাই বাংলাদেশি একটি পণ্যবাহী জাহাজে কাজ করতেন।

ফক্স নিউজ জানিয়েছে, নিখোঁজ à¦•à§à¦°à§à¦°à¦¾ সবাই বাংলাদেশি। সোমবার (২৭ নভেম্বর) তারা নিখোঁজ হন। যে বাল্ক ক্যারিয়ার ভ্যাসেলে তারা কাজ করতেন সেটি বাংলাদেশি একটি জাহাজ প্রস্তুতকারক কোম্পানির তৈরি। জাহাজে বাংলাদেশি পতাকা উড়ছিল।

যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বাহিনী (ইউএসসিজি) জানিয়েছে, বাংলাদেশের ওই জাহাজে ১৫ জন à¦•à§à¦°à§ à¦›à¦¿à¦²à§‡à¦¨à¥¤ তাদের মধ্যে থেকে চারজন ‘হারিয়ে গেছেন’। নিয়ম অনুযায়ী প্রতিদিন বেলা ১১টায় জাহাজের মাস্টার বা ক্যাপ্টেনের কাছে à¦•à§à¦°à§à¦¦à§‡à¦° হাজিরা দিতে হয়। সোমবার মাত্র ১১ জন হাজিরা দিয়েছিলেন।

 

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment