Blog

লিবিয়ায় আটক ১৪৩ বাংলাদেশি দেশে ফিরছে

আইওএম’র সহযোগিতায় একটি ফ্লাইটে লিবিয়ার রাজধানী ত্রিপোলির থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেয় তারা। মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটায় ঢাকায় অবতরণ করবেন তারা

আটকা পড়া ১৪৩ বাংলাদেশি দেশে ফেরত ও আগামী ২৯ নভেম্বর ও ৫ ডিসেম্বর আরও ৩২০ বাংলাদেশিকে দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সময় লিবিয়ায় আটকা পড়া ১৪৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। সোমবার (২৭ নভেম্বর) আইওএম’র সহযোগিতায় একটি ফ্লাইটে লিবিয়ার রাজধানী ত্রিপোলির থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেয় তারা। মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটায় ঢাকায় অবতরণ করবেন তারা।

কর্তৃপক্ষ জানায়, এসব বাংলাদেশি পাচারের শিকার হয়ে বা অবৈধপথে লিবিয়ায় যান। এতোদিন তারা দেশটির বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

আটক বাংলাদেশিরা দেশের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে তাদের সাথে সাক্ষাত করেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। এসময় তিনি তাদের বৈধ অভিবাসনে উৎসাহিত করেন। এসময় পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তিনি।

এছাড়াও বাংলাদেশ দূতাবাস ও আইওএম’র উদ্যোগে আগামী ২৯ নভেম্বর ও ৫ ডিসেম্বর আরও ৩২০ বাংলাদেশিকে দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment