Blog

লিসবনে বাংলাদেশ কমিউনিটির উইন্টার ফেস্টিভ্যাল

দল-মত নির্বিশেষে সবাই শীত উৎসবে সমবেত হন, বাংলাদেশ কমিউনিটির সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত ছিল এই অনুষ্ঠান

শীতকে স্বাগত জানাতে পর্তুগালে বাংলা প্রেস ক্লাবের আয়োজনে ‘উইন্টার ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হয়েছে
পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ কমিউনিটির কয়েকশো মানুষের অংশগ্রহণে উইন্টার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী শহরের প্রাণকেন্দ্র বেলাভিস্তা নামক পার্কে পর্তুগাল বাংলা প্রেসক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে।
হিমেল হাওয়ার পরশ নিয়ে শীতের আগমনীকে স্বাগত জানাতে অনুষ্ঠানে কয়েকশ' বাংলাদেশী ও তাদের পরিবার সহ শিশু কিশোররা মিলিত হন। বাংলাদেশ কমিউনিটির সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত ছিল এই অনুষ্ঠান।
দল-মত নির্বিশেষে সবাই শীত উৎসবে সমবেত হন।বিভিন্ন ধরনের শীতের পিঠা, কাবাব, পায়েস, চটপটি, ফুসকা, কেকসহ মুখরোচক বাংলাদেশী খাবার একে অপরের সাথে ভাগাভাগি করেন। এসময় পর্তুগাল বাংলা প্রেসক্লাব এর পক্ষ থেকে অংশগ্রহণকারী সকলের জন্য দুপুরের খাবার পরিবেশন করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে পিঠা উৎসবে বাংলাদেশী পার্বনের স্বাদ উপভোগ করেন সবাই। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে শিশুদের বিস্কুট খেলা, দৌড় প্রতিযোগিতা, নারীদের বালিশ খেলা এবং পুরুষের হাড়ি ভাঙ্গার প্রতিযোগিতা ছিল বেশ উৎসবমুখর। তাছাড়া মেহেদী উৎসবে বাহারি নকশায় হাত রাঙিয়ে তুলেন অনেক নারী পুরুষ।
Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment