Blog

লন্ডনের মেট্রো স্টেশনের নাম বাংলায়

লন্ডনের ট্রান্সফোর্ড ফর লন্ডন অথরিটির (টিএফএল) পক্ষ থেকে এই স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি বাংলায় লেখার সিদ্ধান্ত নেওয়া হয়

হোয়াইট চ্যাপেল স্টেশনের সাইনবোর্ড দখল করে আছে বাংলা ভাষা

পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত মেট্রো স্টেশনের নাম লেখা বাংলায়।

বিদেশে বাংলা ভাষায় লিখিত পৃথিবীর একমাত্র ট্রেন স্টেশন লন্ডনের হোয়াইট চ্যাপেল। ভাবলেই শিহরণ জাগে বাংলা ভাষার মর্যাদা উচ্চ শেখরে এভাবে আমরা দেখছি। এই লন্ডনে বাংলাদেশী কমিউনিটির অবদান বৃটেনে বাংলাদেশকে কতটা উপরে উঠিয়েছে সেটা এই স্টেশনে নামলেই বুঝা যাবে। এর আশেপাশে রয়েছে বাংলা ভাষাভাষী মানুষের ব্যবসা-বাণিজ্য, অফিস আদালত আর সেই বিখ্যাত ব্রিকলেন। বাংলাদেশী কমিউনিটির অবদান এভাবে পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হোক নিজস্ব স্বকীয়তার মাধ্যমে।

ভারতে ব্রিটিশ শাসনে থাকার সময় থেকেই লন্ডনের এই অঞ্চলে বসবাস করতে শুরু করেন বাঙালিরা। বর্তমানে এই অঞ্চলের মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষই হল বাঙালি। ইংল্যান্ডের অধিকাংশ বাঙালিই থাকেন এই অঞ্চলে। ফলে এই অঞ্চলকে ছোটখাটো বাংলাদেশ বললেও ভুল কিছু হবে না। উল্লেখ্য, এই অঞ্চলে আগে থেকেই বহু দোকানের নাম রয়েছে বাংলা ভাষায়। তাই বাংলা ভাষাকে সম্মান দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে লন্ডনের সরকার।

 

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment