Blog

ক্যালিফোর্নিয়ার গ্রেটার স্যাক্রামেন্টোতে T-12 ক্রিকেট লীগ

গ্রেটার স্যাক্রামেন্টো বাংলাদেশী ক্রিকেটার্স (GSBD) সংগঠনের পক্ষ থেকে সকলকে উক্ত পূর্ণাঙ্গ ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ করার জন্য আহবান করা হয়েছে 

গ্রেটার স্যাক্রামেন্টো বাংলাদেশী ক্রিকেটাররা, GSBD T-12 ক্রিকেট লীগ ২৫ শে নভেম্বর, ২০২৩ এর জন্য প্রস্তুত

ক্যালিফোর্নিয়ার, গ্রেটার স্যাক্রামেন্টোতে শত শত বাংলাদেশী পরিবার এবং অনেক উৎসাহী ক্রিকেটারদের বসবাস। গ্রেটার স্যাক্রামেন্টোতে বাংলাদেশী কমিউনিটি, গত বছর, ২০২২ সালে ক্রিকেট লিগ আয়োজন করা শুরু করে | উক্ত টুর্নামেন্ট সফল ভাবে সম্পন্ন করার পর তারই ধারাবাহিকতায়, তারা এখন ২৫ শে নভেম্বর, ২০২৩-এ দ্বিতীয় সিজনের জন্য প্রস্তুত। 

গ্রেটার স্যাক্রামেন্টো বাংলাদেশী ক্রিকেটার্স (GSBD) à¦à¦° পক্ষ থেকে বলা হয়েছে, এই ইভেন্টের প্রাথমিক উদ্দেশ্য হল বাংলাদেশী সকল বন্ধু-বান্ধব ও পরিবারের মধ্যে বন্ধন জোরদার করা এবং ক্রিকেটের মাধ্যমে সকলের মধ্যে চিরস্থায়ী স্মৃতি ও সৌহার্দ্য তৈরি করা।

২০২৩ সিজনে চারটি দল অংশগ্রহণ করবে | দল চারটি হলো, ডার্ক নাইটস, আলফা বেঙ্গলস, বেঙ্গল স্ট্রাইকার্স এবং বাংলা ওয়ারিয়র্স যারা প্রত্যকেই GSBD ক্রিকেট লিগ ১২ ওভারের প্রতিযোগিতার অংশগ্রহণের জন্য প্রস্তুত। 

ক্যালিফোর্নিয়ার ডেভিস-এ সবুজ রঙের সুন্দর ক্রিকেট মাঠে চারদিনের মধ্যে সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে, উক্ত ৭ টি খেলা অনুষ্ঠিত হবে ২৫, ২৬ নভেম্বর এবং ২ ডিসেম্বর, ফাইনাল ৩ ডিসেম্বর ২০২৩। স্কোয়াডগুলিও স্থানীয় বাংলাদেশি ক্রিকেট আবেগীয় প্রতিভা দিয়ে সাজানো হয়েছে । 

আয়োজক কমিটি GSBD এর পক্ষ থেকে উক্ত টুর্নামেন্টের জন্য সকল স্পন্সর এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এবং সবাইকে তাদের বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে।

ক্রিকেট খেলার পাশাপাশি মাঠে বাচ্চাদের জন্য থাকবে মজার মজার ইভেন্ট এবং সকলের জন্য মুখরোচক নানারকম মজাদার বাঙ্গালী খাবার |  

দল এবং সকল খেলোয়াড় এর তালিকা :

ডার্ক নাইটস: সাদি শাহরিয়ার, মাইনুল চৌধুরী, মো: আসাদুজ্জামান, মনির হাসান, ইশমাম নিহাল, মো: রুহুল আমিন ভূঁইয়া (শিমুল), সাইফুল ইসলাম সাইফ, ফাহিম বিন আসাদ।

আলফা বেঙ্গলস: সরদার রাফি মুসাব্বির, সাহারুল ইসলাম পলাশ, মাশরেকুর রহমান, জাহাঙ্গীর কবির, রাইফুর খান তাইম, ফারশিদ হক, মোহাম্মদ বিশ্বাস রাসেল, সাইফুল ইসলাম প্রান্ত।

বেঙ্গল স্ট্রাইকার: নাজমুল ইসলাম, রেশাম চৌধুরী, আসরাফুজ্জামান সোহাগ, মো শাহ আলম, প্রীতম মজুমদার, অরূপ আর সেন, আশরাফ চৌধুরী টিটপ, আমরানুল এইচ টুটুল।

বাংলা ওয়ারিয়র্স: মীর আহমেদ, সৈয়দ বদরুদ্দোজা, আবু সাঈম রিয়াজ, সৈয়দ অলি, কাজী রিয়াজ মাহমুদ, তনয় সরকার, সালাহউদ্দিন আহমেদ, জাহিদ হাসান/রাইয়ান লতিফ নাবিল।

ম্যাচ কর্মকর্তা: সাকিব মঈন, আব্দুল্লাহ করিম।

 

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment