Blog

হলিউড মসজিদের ফান্ড রেইজিং, কমিউনিটিতে ব্যাপক আলোড়ন

৫ শতাধিক মানুষের উপস্থিতিতে এই ডিনার অনুষ্ঠানে প্রায় ১.৩ মিলিয়ন ডলারের বিশাল এক সংগ্রহ আসে

লস এঞ্জেলেসে হলিউড মসজিদের ঐতিহাসিক ফান্ড রেইজিং ডিনার, কমিউনিটিতে ব্যাপক আলোড়ন

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশী অধ্যুষিত নগরী লস এঞ্জেলেস এর প্রাণকেন্দ্র হলিউডের অবস্থিত হলিউড মসজিদের ফান্ড রেইজিং ডিনার কমিউনিটিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ডিনারে উপস্থিত কমিউনিটির বিশিষ্টজনেরা উচ্ছ্বাসের সাথে মন্তব্য করে বলেন, হলিউড মসজিদ বোর্ড অফ ট্রাস্টিজ (বিওটি) কর্তিক আয়োজিত এই ডিনার কমিউনিটির সবচেয়ে বড়, সুন্দর, ও নিখুত আয়োজন হিসেবে প্রমাণিত হয়েছে। তারা ভবিষ্যতে এই ধরনের আরো আয়োজনের প্রত্যাশা করে বলেন, আমরা চাই হলিউড মসজিদ এই ধরনের আরো বড় আয়োজন করুক যেখানে আরও বেশি সংখ্যক মানুষের উপস্থিতি থাকুক যাতে সবাই হলিউড মসজিদের প্রতিষ্ঠায় অংশগ্রহণের সুযোগ পায়।

উল্লেখ্য গত রবিবার ৫ই নভেম্বর ২০২৩ স্থানীয় সময় সন্ধ্যা ৫ টায় LA LUNA Banquet হলে হলিউড মসজিদ, ক্যালিফোর্নিয়া মুনা সেন্টার এই ফান্ড রেইজিং ডিনারের আয়োজন করে। প্রায় ৫ শতাধিক মানুষের উপস্থিতিতে এই ডিনার অনুষ্ঠান হলিউড মসজিদ ইমাম মাওলানা আব্দুল মতিন আজাদের মহাগ্রন্থ আল কোরআনের মধ্য দিয়ে শুরু হয়। হলিউড মসজিদ বোর্ড অফ ট্রাস্টিস সেক্রেটারি জনাব আব্দুল মান্নান ও মেম্বার শামসুল আরেফিন হাসিবের সঞ্চালনায় বোর্ড অফ প্রাকটিস প্রেসিডেন্ট জনাব আশরাফ হোসেন আকবর সভাপতিত্বে ফান্ড রেইজিং টিমের চেয়ারম্যান ও ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর মুহতারাম আনিসুর রহমান হলিউড মসজিদের প্রপার্টিক্রয়ে বিস্তারিত বিষয় নিয়ে একটি ডকুমেন্টারি সহ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন।

ফান্ড রেইজিং ইভেন্ট পরিচালনা করেন অতিথি আলোচক DeVry ইউনিভার্সিটি সিনিয়র প্রফেসর ডঃ আহম্মেদ আজম । তার পরিচালনায় সকলের স্বতঃস্ফূর্ত অনুদানের মাধ্যমে প্রায় ১.৩ মিলিয়ন ডলারের বিশাল এক সংগ্রহ আসে।

ডিনার অনুষ্ঠানে শুরুতে সকলের মাঝে চা নাস্তা পরিবেশন করা হয় এবং শেষে সুস্বাদু খাবারের পরিবেশন ও দোয়ার মাধ্যমে এই অনুষ্ঠানের ইতি টানা হয়।

 

Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment