Blog

গাছ কাটার প্রতিবাদের প্রতীক

সমগ্র পৃথিবীতে যারা অযথা গাছ কেটে প্রকৃতির ক্ষতিসাধন করে তাদের বিরুদ্ধে এটি সিম্বল

কাঠুরে শিল্পী “সাইমন রোর্কে” গাছটির শিল্পরুপ দেন
যুক্তরাজ্যের ওয়েলসে সবচেয়ে উঁচু পাইন গাছটি ঝড়ে বিধ্বস্ত হয়, তাই গাছটিকে কেটে ফেলার দরকার হয় ৷ কিন্তু কাঠুরে শিল্পী “সাইমন রোর্কে” গাছটির স্মৃতি ধরে রাখতে গাছটিকে না কেটে, হাতের আদলে একটি চমৎকার শিল্পরুপ দেন। যাতে এই চমৎকার শিল্পকর্মটি বিশেষ একটি অর্থ বহন করে!!!
সমগ্র পৃথিবীতে যারা অযথা গাছ কেটে প্রকৃতির ক্ষতিসাধন করে তাদের বিরুদ্ধে এই সিম্বল হতে পারে একটি প্রতিবাদের প্রতীক!!
আসুন অযথা গাছ কাটা বন্ধ করি, প্রকৃতিতে রক্ষা করি!!
Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment