Blog

দেবী (মিসির আলী সিরিজের বই)

Debi | দেবী বাংলা বই (Bangla boi) হুমায়ূন আহমেদ (Humayun Ahmed) এর লেখা একটি অন্যতম জনপ্রিয় বাংলা উপন্যাস।

রহস্য ধাঁচের গল্প নিয়ে রচিত এই উপন্যাসটি, গল্প-চরিত্রের নানা দিক হুমায়ূন আহমেদ স্যার এই উপন্যাসটি মাধ্যমে খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। উপন্যাসটি পড়ার সময় অনেক অনেক ভালো লাগা অনুভব করছিলাম। উপন্যাসটি আমার ভীষণই ভীষণই ভালো লেগেছে, আপনারা যারা হুমায়ূন আহমেদ স্যার এর “দেবী” উপন্যাসটি পড়বেন বলে ভাবছে তাদের বলবো, তাড়াতাড়ি পড়ে ফেলুন, আমার বিশ্বাস আপনারও আমার মতোই ভালো লাগবে!
আমার অনেক গুলো ভালো লাগা কাজের মধ্যে বই পড়া অন্যতম একটি, বই পড়তে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে হুমায়ূন আহমেদ ও তাসলিমা নাসরিন এর বই পড়তে আমার বেশি ভালো লাগে । স্যার এর প্রকাশিত Debi | দেবী জনপ্রিয় বইটি আমি কম করে ২ বার পড়েছি, এক কথায় অসাধারণ! আমি অনুরোধ করবো সময় পেলে একবার হলেও এই বইটি পড়ার জন্য। হুমায়ূন আহমেদ এর আরো জনপ্রিয় বাংলা উপন্যাস আপনি এখন থেকে খুব সহজেই পড়তে এবং ডাউনলোড করতে পারবেন । Debi | দেবী ছাড়াও হুমায়ূন আহমেদ স্যার সহ সকল জনপ্রিয় দেশি বিদেশী লেখকদের বাংলা উপন্যাস, নাটক, কবিতা, গল্প ও সকল ধরণের বইয়ের পিডিএফ (pdf) খুব সহজেই এক ক্লিক এ ডাউনলোড করতে পারবেন অথবা স্বপ্নবিলাপ এ অনলাইনেই পড়তে পারবেন।
Blog Author

Written by

RECIPE REVIEWS

Login to comment