Blog

বাংলাদেশি বংশোদ্ভূত কামালির প্রথম ম্যাচেই চমক

শাহ কামালির জন্ম যুক্তরাজ্যে। তার পৈতৃক নিবাস বাংলাদেশের সুনামগঞ্জে। ফাইটিংয়ের মঞ্চে দুই দেশকেই প্রতিনিধিত্ব করতে পছন্দ করেন তিনি

গত ২৯ অক্টোবর পেশাদার এমএমএ-তে অভিষেক হয়েছিল কামালির, প্রথম ম্যাচেই চমক দেখান এ ফাইটার

শাহ কামালির জন্ম যুক্তরাজ্যে। তার পৈতৃক নিবাস বাংলাদেশের সুনামগঞ্জে। ফাইটিংয়ের মঞ্চে দুই দেশকেই প্রতিনিধিত্ব করতে পছন্দ করেন তিনি। ২৯ অক্টোবর বিজয়ীর মঞ্চে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর আগে মাথায় বেঁধে এসেছিলেন বাংলাদেশের জাতীয় পতাকা। তার স্বপ্ন একদিন ফাইটিংয়ের সর্বোচ্চ মর্যাদার পেশাদার লিগ ইউএফসিতে (আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ) খেলার।

গত ২৯ অক্টোবর পেশাদার এমএমএ-তে অভিষেক হয়েছিল কামালির। প্রথম ম্যাচেই চমক দেখান এ ফাইটার। ৩৭ বছর বয়সী নেদারল্যান্ডসের জিমি ফন বেমেলেনকে প্রথম রাউন্ডের এক মিনিট আট সেকেন্ডেই নক আউট করেন। এরপর বিজয়ীর মঞ্চে উঁচিয়ে ধরেন ফিলিস্তিনের পতাকা। মূলত ইসরাইলি বর্বরতার শিকার ফিলিস্তিনের গাজার বাসিন্দারের সমর্থনের প্রতীক হিসেবে তিনি দেশটির পতাকা ওড়ান।

পেশাদার ফাইটিং মিক্সড মার্শাল আর্টের (এমএমএ) অভিষেক ম্যাচেই আলো কেড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহ কামালি। প্রতিপক্ষ ফাইটারকে মিনিটের মধ্যে পর্যুদস্ত করে বিশ্বকে বিশেষ বার্তাও দিয়েছেন তিনি। নির্যাতিত, নিপীড়িত ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছেন বিজয়ীর মঞ্চে দেশটির পতাকা উড়িয়ে।

Blog Author

Written by

RECIPE REVIEWS

Login to comment