Blog

লঞ্চের একাল সেকাল

সময়ের পরিক্রমায় জৌলুস হারাচ্ছে ১৭ শতাব্দীতে চালু হওয়া এই নদীবন্দর

লঞ্চের সাইরেন ও কুলিদের হাঁকডাকে মুখরিত থাকতো ২৪ ঘণ্টা
একটা সময় ছিল যখন সদরঘাট লঞ্চ টার্মিনাল প্রতিনিয়ত জমজমাট থাকতো। লঞ্চের সাইরেন ও কুলিদের হাঁকডাকে মুখরিত থাকতো ২৪ ঘণ্টা। কিন্তু সময়ের পরিক্রমায় জৌলুস হারাচ্ছে ১৭ শতাব্দীতে চালু হওয়া এই নদীবন্দর।
 
বদলাতে শুরু করেছে তার চিরচেনা রূপ।
ছবিটি ১৯৯৯ সালের ১৭ জানুয়ারি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা হয়েছিল।
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে লঞ্চ বোঝাই হয়ে দক্ষিণাঞ্চলবাসীর নাড়ির টানে বাড়ি ফেরার চিত্র ফুটে উঠেছে ছবিটিতে, যা বর্তমান সময়ে আর দেখা যায় না।
ছবিটিতে দেখা যাচ্ছে পারাবত, মাছরাঙ্গা, কোকো-৫, কোকো-৩, টিপু-৫ সহ আরও কিছু কিংবদন্তি লঞ্চ।
Blog Author

Md Abdul Gaffer

Written by

RECIPE REVIEWS

Login to comment